যুক্তরাজ্যের রিডিং শহরের ফোরবুরি পার্কে ছুরি নিয়ে হামলা করা খাইরি শাদাল্লাহ সম্পর্কে দেশটির গোয়েন্দা সংস্থা ‘এমআইফাইভে’র কাছে তথ্য ছিল। সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের জন্য বিদেশ সফর করতে পারেন- শাদাল্লাহ সম্পর্কে এমন তথ্যই ২০১৯ সালে তাকে গোয়েন্দা সংস্থার নজরদারিতে আনে। তবে সে যাত্রায় তথ্য না মেলায় বেঁচে যান শাদাল্লাহ। খবর বিবিসির।
যুক্তরাজ্য সময় শনিবার সন্ধ্যার দিকে রিডিং শহরের ফোরবুরি পার্কে ছুরি হামলা চালায় শাদাল্লাহ। এতে তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়। হামলার পর ঘটনাস্থল থেকে ২৫ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
কাউন্টার টেররিজম পুলিশিং সাউথ ইস্ট (সিটিএসপিই) জানিয়েছে, গ্রেপ্তার শাদাল্লাহ রিডিং শহরেই বসবাস করেন। প্রাথমিকভাবে তাকে শনিবারের হত্যাকাণ্ডের জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হলেও পরে তাকে ২০০০ সালের সন্ত্রাসবাদী আইনের ৪১ ধারায় পুনরায় গ্রেপ্তার দেখানো হয়েছে।