কিম জং উনের ছোট বোন কিম ইয়ো জং বলেছেন, উত্তর কোরিয়ার পরের পদক্ষেপ হবে সামরিক, যা শিগগিরই দেশটির সেনাবাহিনী শুরু করবে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ-র সঙ্গে আলাপে এ মন্তব্য করেন দ্বিতীয় ক্ষমতাধর কিম ইয়ো জং।
২০০০ সালের ১৩ জুন বিভক্ত দুই কোরিয়ার সর্বোচ্চ নেতাদের মধ্যে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সে বৈঠকের ২০তম বার্ষিকীতে কিম ইয়ো জং বলেছেন, সম্পর্ক গড়ার চেষ্টায় বারবার হতাশ হওয়ার চেয়ে দক্ষিণ কোরিয়ার নেতাদের স্বরূপ উন্মোচন করে দেওয়াই ভালো। তারা আসলে ভালো কিছু চায় না।
আবর্জনাকে ডাস্টবিনে ফেলে দিতে হবে মন্তব্য করে কিম ইয়ো জং জানান, আমাদের দল এবং রাষ্ট্র থেকে পাওয়া ক্ষমতাবলে আমি সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছি শত্রুর সঙ্গে যথোচিত ব্যবহারের পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবনা-চিন্তা শুরু করার জন্য। হ্যাঁ, এটা অবশ্যই সামরিক পদক্ষেপ।