মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় তার নিজস্ব ফ্ল্যাটে ১৪ জুন সকালে গলায় ফাঁসি দেওয়া অবস্থায় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মাত্র ৩৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান এই অভিনেতা।
কেন আত্মহত্যা করলেন সুশান্ত? সবার মুখে যখন এ প্রশ্ন। তখন এক টুইটে বিস্ফোরক তথ্য দিলেন কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম, ছিছোড়ে ছবি বক্স অফিসে হিটের পর সুশান্ত মোট ৭টি ছবি সই করেছিলেন। কিন্তু ৬ মাসের মধ্যে সেই সবগুলো ছবি তার হাত থেকে ফসকে যায়। বলিউডের মানুষেরা এতটাই নিষ্ঠুর। আর এই নিষ্ঠুরতাই সুশান্তের মৃত্যুর কারণ।
এরকম একজন প্রতিভাবান অভিনেতা আত্মহত্যা কেউ মেনে নিতে পারছেন না।