শেতাঙ্গ পুলিশেল হাতে জর্জ ফ্লয়েড নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রময় ছড়িয়ে পড়ে বর্ণবাদবিরোধী আন্দোলন। সেই আন্দোলন এখন ছড়িয়ে পড়েছে যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, জার্মানি, কানাডাসহ পশ্চিমা বিশ্বের নানা দেশে।
গতকাল শুক্রবার কানাডার রাজধানী অটোয়ায় কৃষ্ণাঙ্গ অধিকারগোষ্ঠী ‘ব্ল্যাক লাইভস ম্যাটার্স’ আয়োজিত এক সমাবেশে যোগ দিয়ে আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
ইতোপূর্বে ট্রুডোর এই সমাবেশে যোগ দেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও তিনি কানাডার পার্লামেন্টের সামনে অনুষ্ঠিত এই সমাবেশে যোগ দেন। এ সময় তিনি একটি কালো কাপড় মুখে পেঁচিয়ে রেখেছিলেন। তিনবার হাঁটু গেড়ে বসে জর্জ ফ্লয়েডের ওপর চালানো পুলিশি নিষ্ঠুরতার প্রতিবাদ করেন।