নোয়াখালী হাতিয়া উপজেলায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মশালের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার (২৩ মে ২০২০) উপজেলার সোনাদিয়া চৌরাস্তা ও চরচেঙ্গা এলাকায় এই ঈদ উপহার বিতরণ করা হয়।
আয়োজকেরা জানিয়েছেন, এলাকার কর্মহীন হতদরিদ্র পরিবার যাচাই বাছাই করে তাদের ঘরে ঘরে সেমাই, সুজি, দুধ, চিনিসহ ঈদ সামগ্রী পৌঁছে দিয়েছেন আলোর মশালের স্বেচ্ছাসেবীরা।
আলোর মশালের প্রতিষ্ঠাতা সভাপতি ছাইফুল ইসলাম মাছুম বলেন, ‘ঈদ উপহার বিতরণের মধ্যদিয়ে আমরা বলার চেষ্টা করেছি, মানুষ মানুষের পাশে দাঁড়াবে, ঈদের আনন্দ হবে সব মানুষের।’
ঈদ উপহার বিতরণ কাজে অংশ নিয়েছেন আলোর মশালের সহ সভাপতি ফিরোজ মাহমুদ, রাকিব উদ্দিন, সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন, সহ সাধারণ সম্পাদক সোহেল রানা, ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক গিয়াসউদ্দিন সোহেল, সহ সাংগঠনিক সম্পাদক রক্তিম জিহাদ, ফরহান মাহমুদ, দপ্তর সম্পাদক আমির হোসেন সৈকত, অর্থ সম্পাদক রাজিব উদ্দিন, ক্রীড়া সম্পাদক জুয়েল উদ্দিন, সদস্য সজীব উদ্দিন প্রমুখ।
প্রসঙ্গত, আলোর মশাল নোয়াখালী হাতিয়া উপজেলার সামাজিক সেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি ২০১০ সালের ২১ জানুয়ারি কিছু সমমনা তরুণদের হাত ধরে যাত্রা শুরু করে। আলোর মশাল শুরু থেকেই আর্ত মানবতার সেবাই বিভিন্ন সামাজিক সেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছে।