হঠাৎ বৃষ্টি’র নির্মাতা বাসু চ্যাটার্জী আর নেই। ৯৩ বছর বয়সী কিংবদন্তী এ নির্মাতা দুপুর ২টায় মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি।
মুম্বাইয়ের সান্তাক্রুজে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশের চলচ্চিত্রপ্রেমীরা বাসু চ্যাটার্জীকে চেনে ‘হঠাৎ বৃষ্টি’ ছবির জন্য। ১৯৯৮ সালে ছবিটি মুক্তি পেয়েছিল। সাড়া ফেলেছিল সিনেমা প্রেমীদের কাছে। জনপ্রিয় টিভি সিরিজ ‘ব্যোমকেশ বক্সী’ এবং ‘রজনি’ পরিচালকও ছিলেন গুণী এ নির্মাতা।
এছাড়াও বহু বিখ্যাত সিনেমার নির্মাতা বাসু চ্যাটার্জী। তার পরিচালিত বিখ্যাত সিনেমাগুলি হল ‘সারা আকাশ’, ‘পিয়া কে ঘর’, ‘খাট্টা মিঠা’, ‘চক্রব্যুহ’, ‘বাতো বাতো মে’, ‘জিনা ইহা’, ‘আপনে পেয়ারে’।