সিলেটের এবার করোনাভাইরাসে মারা গেছেন ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসক অধ্যাপক মোয়াজ্জেম হোসেন খানের স্ত্রী ফাতেমা বেগম (৬০)।
শনিবার সকাল সাড়ে ৬টার দিকে সিলেটের নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. আনিসুর রহমান সময়ের আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসক অধ্যাপক মোয়াজ্জেম হোসেন খানের স্ত্রী দু’দিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নর্থ-ইস্ট হাসপাতালে ভর্তি হন। কিন্তু তার শরীরের উন্নতি হয়নি। অবশেষে শনিবার সকাল সাড়ে ৬টার দিকে মারা যান তিনি।