সিদ্ধিরগঞ্জের সকল ধরনের মার্কেট ও শপিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা।
শনিবার বিকালে আহসান উল্লাহ মার্কেট কার্যালয়ে অন্যান্য মার্কেটের সভাপতিগণের উপস্থিতিতে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকে ঈদের পর আগামী ৩১ মে পর্যন্ত সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে অবস্থিত সকল মার্কেট ও শপিং মল বন্ধ থাকবে।
করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি, গণপরিবহন বন্ধ এবং দেশের মানুষ সাময়িক আর্থিক সংকটের কারণে মার্কেট মালিক সমিতির নেতারা এ সিদ্ধান্ত নিয়েছেন।
সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে আহছান উল্লাহ সুপার মার্কেট, নেকবর আলী সুপার মার্কেট, ইউএস সুপার মার্কেট, কাসসাফ শপিং সেন্টার, চান সুপার মার্কেটসহ ৯টি মার্কেটে ৫ শতাধিক দোকান রয়েছে।
আহছান উল্লাহ সুপার মার্কেটের সভাপতি শফিকুর রহমান হারুন জানান, আগে জীবন, পরে জীবিকা। আগে মানুষকে বাঁচতে হবে। করোনাভাইরাসের ঝুঁকির মধ্যে দোকান খোলা রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ এটি একটি সংক্রমণ রোগ। তাই মানুষের জীবন বাঁচানোর জন্য ঈদের আগে সকল ধরনের বিপণি বিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ী