বৈশ্বিকমহামারী করোনা ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে। তবে করোনায় আক্রান্ত হয়ে সুস্থও হয়ে উঠেছেন বিশ্বের ১৫ লাখের মত মানুষ। ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, সোমবার বিকাল সাড়ে ৩টা পর্যন্ত করোনাভাইরাস মহামারিতে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৮৪ হাজার ৯৬ জনে। আর আক্রান্ত হয়েছেন ৪১ লাখ ৯৭ হাজার ১৫২ জন। তাদের মধ্যে বর্তমানে ২৪ লাখ পাঁচ হাজার ৬৯৫ জন চিকিৎসাধীন এবং ৪৭ হাজার ৩৬ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ১৪ লাখ ৯০ হাজার ৫৯০ জন সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত, করোনা থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে দুই লাখ ৫৬ হাজার ৩৩৬ জন, স্পেনে সেরে উঠেছে এক লাখ ৭৬ হাজার ৪৩৯ জন, জার্মানিতে এক লাখ ৪৪ হাজার ৪০০, ইতালিতে এক লাখ পাঁচ হাজার ১৮৬, তুরস্কে ৯২ হাজার ৬৯১, ইরানে ৮৬ হাজার ১৪৩, চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ১৪৪, ব্রাজিলে ৬৪ হাজার ৯৫৭ এবং ফ্রান্সে ৫৬ হাজার ২১৭ জন সুস্থ হয়ে উঠেছে। অন্যদিকে, রাশিয়ায় ৩৪ হাজার ৩০৬ জন, কানাডায় ৩২ হাজার ৯৬, সুইজারল্যান্ডে ২৬ হাজার ৬০০, মেক্সিকো ২১ হাজার ৮২৪, অস্ট্রিয়ায় ১৩ হাজার ৯৯১, বেলজিয়ামে ১৩ হাজার ৪৪২, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৬৩২, অস্ট্রেলিয়ায় ছয় হাজার ১৬৭ এবং মালয়েশিয়ায় পাঁচ হাজার ২৫ জন সুস্থ হয়ে উঠেছে। |