সাভারের আশুলিয়ার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৭ জন দগ্ধ হয়েছেন। বিস্ফোরণে দোতলা বাড়ির একাংশ ধসে পড়েছে। জানা গেছে, রান্না করার সময় এ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৭ জন একই পরিবারের সদস্য।
আজ (৯ জুন) সকাল পৌনে ৬টার দিকে আশুলিয়ার কাঠগড়ার একটি দোতলা বাড়ির দ্বিতীয় তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন লিটন (৩২), সোহেল (২৭), রিপন (২৬), সালমা (৩০), শান্তা (২৫), আজিজুল (৭) ও ইমরান (৫)।
আহতদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়েছে। দগ্ধদের মধ্যে লিটন ও শান্তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।