বগুড়ায় প্রায় সাড়ে তিন শতাধিক পরিবারের পাশে দাঁড়ালেন অন্যতম বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
বৃহস্পতিবার সাকিব আল হাসান ফাউন্ডেশনের পক্ষে বগুড়া জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীরা এ সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় দলে তার সতীর্থ মুশফিকুর রহিমের বাবা মাহবুব হাবিব।
সাকিবের নিজ ফাউন্ডেশনের মাধ্যমে তাদের সহায়তা করেছেন। তবে এটা সাহায্য হিসেবে নয়, উপহার পাঠিয়েছেন বলে জানান তিনি।
এ নিয়ে সাকিব বলেন, মানুষ মানুষের জন্য। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি চিরন্তন সত্য। সামাজিকভাবেও সেরকম পরিষ্কার। আজকে কোনো কারণ ও উদ্দেশ্য নিয়ে আমরা সমবেত হয়েছি তা সবাই বুঝতে পারছি। সারা দেশে এরকম খাদ্যাভাবে জরাজীর্ণ মানুষদের পাশে দাঁড়িয়েছে সাকিব আল হাসান ফাউন্ডেশন।