ঘূর্ণিঝড় আম্ফান দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হওয়ায় সতর্ক সংকেত কমিয়ে আনা হয়েছে। দেশের সমুদ্র বন্ধরগুলোকে মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আম্ফান দুর্বল হয়ে পড়ার পর এখনো সাগর উত্তাল রয়েছে এবং বৃষ্টিপাত হচ্ছে দেশের বিভিন্ন অংশে। এ বৃষ্টিপাত আগামী শুক্রবারের পর কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
এর আগে বুধবার সকালে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরেও ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছিল বাংলাদেশের আবহাওয়া অফিস।