আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস এবং তার স্ত্রী করোনা আক্রান্ত হয়েছেন।
আজ (১২ জুলাই) আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম গণমাধ্যমকে একথা জানিয়েছেন। নরেন দাস এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে আছেন। তার স্ত্রী কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।
২০১৯ সালের ৩ নভেম্বর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পান নরেন দাস। এর আগে তিনি এ বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন।