বর্তমানে সারাদেশে করোনার নমুনা পরীক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হলেও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের পিসিআর ল্যাবে, শেরপুরের করোনার ৫০৭ টি নমুনা পরীক্ষার জন্য পড়ে আছে গত দুদিন ধরে। ল্যাব বন্ধ থাকায় হচ্ছে না এসবের পরীক্ষা।
বিষয়টি স্বীকার করে জেলা সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ বলেন, ল্যাবে সামর্থ্যের বাইরে অধিক সংখ্যক নমুনা জমা পড়ায় এমনটি ঘটছে। এছাড়া বিভাগের ৪ জেলার মধ্যে ময়মনসিংহকে অধিক গুরুত্ব দেয়ার ফলে নমুনা পরীক্ষায় জট সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, গত মঙ্গলবার থেকে জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষামূলক নমুনা পরীক্ষা শুরু হয়েছে। সেখানে পুরোপুরি কাজ শুরু হলে এ জট কমবে।
অন্যদিকে, শেরপুর জেলায় এ পর্যন্ত এক হাজার ৪৮৪ জনের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৯৭৭ জনের রিপোর্ট পাওয়া গেছে। এতে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে ৪১ জনের। আক্রান্তদের মধ্যে ২৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ইতিমধ্যে।