করোনারভাইরাসের সংক্রমন রোধে সব নিয়ম উপেক্ষা করে ঈদ উপলক্ষ্যে শত শত ঘরমুখী মানুষ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলীয়া ফেরিঘাটে জড়ো হতে দেখা গেছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে ফেরিঘাটে এই পরিস্থিতি দেখা যায়। শিমুলীয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ। তাতেও থেমে নেই মানুষের আসা। গণপরিবহন চলাচল বন্ধ। ফলে তারা ছোট ছোট যানবাহন দিয়ে, পায়ে হেটে ঘাটে আসছে।
গণপরিবহন বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটে অটোরিকশা, সিএনজি কিংবা রিকশাযোগে সড়কে ভেঙে ভেঙে তারা আসছে। ঘাট থেকে ২ কিলোমিটার দূরে পদ্মানদীতে নোঙর করে রাখা হয়েছে ২ টি ফেরি।
তবে গতকাল বিকেল থেকেই এই নৌ-রুটে ফেরিচলাচল বন্ধ করে দিয়েছে ঘাট কৃতপক্ষ।
মুন্সীগঞ্জের মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, এতো মানুষ আসছে, কীভাবে পার হবে এব্যাপারে এখন বলতে পাছি না। এদিকে সকল নৌযান বন্ধ থাকায় ঘাটে পণ্যবাহী দুই শতাধিক গাড়ী রয়েছে পারাপারের অপেক্ষায়।