অভিনয় করতে দেখা যাবে কিয়ারা আদবানিকে।
তবে বড় পর্দায় দেখা না গেলেও ছবিটি মুক্তি পাবে ডিজনি এবং হটস্টার ওয়েব প্ল্যাটফর্মে। এই কথা জানিয়েছেন ছবির সঙ্গে যুক্ত ঘনিষ্ঠমহল।
ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তারা আরও বলেন করোনার কারণে বন্ধ আছে সবরকম শুটিং। সব সিনেমা হলও বন্ধ রয়েছে। এর ফলে পিছিয়ে গেছে অনেক সিনেমা। এইজন্য লকডাউনের মধ্যেই বেশ কয়েকজন নির্মাতা সিদ্ধান্ত নিয়েছেন তারা তাদের নির্মিত ছবিগুলো ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেবে। সে তালিকাতেই নাম শোনা যাচ্ছে ‘লক্ষ্মী বোম’ এর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয় কুমার জানিয়েছেন, টিমের মুখ চেয়েই এই পদক্ষেপ নেওয়া হয়। আপাতত সমস্ত পোস্ট প্রোডাকশনের কাজ চলছে বাড়ি থেকে। টিমের কেউ বসে নেই।
আরও এ প্রসঙ্গে অক্ষয় কুমারের একটি ঘনিষ্ঠসূত্র থাকে জানা যায়, সম্প্রতি ভিডিও কলের মাধ্যমে এক মিটিংয়ে অক্ষয় কুমার, ছবির পরিচালক বিজয় সিং ও প্রযোজক তুষার কাপুর ডিজনি প্লাস হটস্টারের সঙ্গে এক বৈঠক করেছেন। সেখানে ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি সরাসরি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এখন শুধু ‘লক্ষ্মী বম্ব’ এর মুক্তির অপেক্ষা।