যশোরের মনিরামপুরে ছেলের শাবলের আঘাতে বাবা নিহত হয়েছেন। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত সাহেল উদ্দিনের (৬৫) বাড়ি উপজেলার আটঘরা গ্রামে। বাবাকে হত্যার দায়ে পুলিশ রাতেই ছেলে ইদ্রিস আলীকে আটক করেছে।
চলুয়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হামিদ সরদার জানান, শারিরীক প্রতিবন্ধী সাহেল উদ্দিনের তিন ছেলে এবং এক মেয়ের মধ্যে ইদ্রিস আলী মেজ। ইদ্রিস মানসিক ভারসাম্যহীন। ইদ্রিসকে বড়িতে সব সময় পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হতো।
ইদ্রিসের মা আয়জান বিবি জানান, ঈদের আগে ইদ্রিসের পায়ের শিকল খুলে দেওয়া হয়। বুধবার দুপুরে ইদ্রিসের বাবা বাড়ির উঠানে বসেছিলেন। এ সময় ইদ্রিস আচমকা শাবল দিয়ে তার বাবার মাথায় কয়েকটি আঘাত করে।
সাহেল উদ্দিনকে উদ্ধারের পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। খবর পেয়ে রাত সাড়ে ৭টার দিকে সহকারী পুলিশ সুপার (মনিরামপুর সার্কেল) সোয়েব আহমেদ খান, ওসি (সার্বিক) রফিকুল ইসলাম, ওসি (তদন্ত) শিকদার মতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
মনিরামপুর থানার ওসি (তদন্ত) শিকদার মতিয়ার রহমান জানান, বাবাকে হত্যার দায়ে ইদ্রিসকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।