মাস্ক না পরার কারণে ১৭৪ মার্কিন ডলার জরিমানা দিলেন বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বোরিসোভ। মঙ্গলবার একটি গির্জা পরিদর্শনে যেয়ে জরিমানার মুখে পড়েন তিনি।
বুলগেরিয়াতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা মাত্র ৩ হাজার ৯৮৪ জন। আর করোনায় প্রাণ গেছে ২০৭ জনের। প্রশাসনের কড়াকড়িতে করোনা নিয়ন্ত্রণে রেখেছে দেশটি।
বুলগেরিয়ান স্বাস্থ্যমন্ত্রী কিরিল আনানিয়েভ জানিয়েছেন, রিলা মোনাসটারি গির্জায় সুরক্ষা মাস্ক ছাড়াই গিয়েছিলেন প্রধানমন্ত্রী। তাই নিয়মানুযায়ী তার জরিমানা করা হয়েছে। ওই সময় তার যেসব সফরসঙ্গীরাও মাস্ক পড়েননি, তাদের সবাইকে জরিমানা করা হবে বলে জানান তিনি।