মানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করায় পুলিশ কনস্টেবল রুবেল মিয়াকে পুরষ্কৃত করলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন।
রোববার ১৬ মে পুলিশ কমিশনারের কার্যালয়ে ডেকে নিজ হাতে কনস্টেবল রুবেলকে এ পুরস্কার প্রদান করেন তিনি।
রুবেলের এই মানবিক কাজের ছবিসহ আজ রোববার দৈনিক সময়ের আলোসহ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে বিষয়টি পুলিশ কমিশনারের নজরে আসে।
করোনাভাইরাসের প্রকোপে সারাদেশে বিভিন্ন জায়গায় অজ্ঞাতনামা কোনও লাশ দেখলে যেখানে মানুষ পালিয়ে বেড়ায় সেখানে দায়িত্বরত পুলিশ কনস্টেবল রুবেল মিয়া অজ্ঞাতনামা লাশ উদ্ধার করে নিজেই ভ্যান চালিয়ে লাশ মর্গে পৌঁছে দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এদিকে উক্ত মানবিক কাজটি পত্রিকাসহ ওয়েবপোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর পরই বিষয়টি নজরে আসলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার, মোঃ আনোয়ার হোসেন বিপিএম (বার) পিপিএম (বার) নিজেই ডেকে এনে মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ পুরষ্কৃত করেছেন।
উল্লেখ্য, গত শুক্রবার ১৫ মে গভীর রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা এলাকায় সাইনবোর্ড কাঁচা বাজারের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে রাস্তার উপর এক অজ্ঞাতনামা পুরুষ (৬২) এর মৃতদেহ পড়ে থাকতে দেখতে পায় গাছা থানার মোবাইল টহল ডিউটিরত টিম।
সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় স্থানীয় কেউ লাশটির কাছে যায়নি। উপরন্তু কোনও ভ্যান/যানবাহন চালকও মৃতদেহটি বহন করতে রাজি হননি। কিন্তু পুলিশ তো তার দায়িত্ব এড়াতে পারে না! তাই দায়িত্বরত অবস্থায় পুলিশ নিজে ভ্যান চালিয়ে অজ্ঞাতনামা মৃতদেহটি মর্গে পৌঁছে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেন।