ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৬৩৭ জন। ফলে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮ লক্ষ ৪৯ হাজার ৫৫৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৫৫১ জন। ফলে দেশটিতে মোট মৃতের সংখ্যা ২২ হাজার ৬৭৪ জন। এছাড়াও সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫ লক্ষ ৩৪ হাজার ৬২০ জন মানুষ।
প্রতিদিনই আগের দিনের রেকর্ডকে ভেঙে দিচ্ছে দেশটির করোনা সংক্রমনের সংখ্যা। রাজধানী দিল্লি থেকে শুরু করে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রে, তামিলনাডু, গুজরাত, উত্তরপ্রদেশ-সহ দেশের বিভিন্ন রাজ্যে শঙ্কা বাড়ছে রোজ। পশ্চিমবঙ্গেও গত সপ্তায় আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য। ওডিশায় গত ২৪ ঘণ্টায় ৫৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে সে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ১২১ জন।