ব্রাজিলে বেড়েই চলেছে মহামারী করোনায় আক্রান্ত ও মৃত মানুষের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড ৮৮১ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে ব্রাজিলে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
এদিকে এর মধ্য দিয়ে আক্রান্ত ও মৃতের দিক দিয়ে ইতোমধ্যে ব্রাজিল জার্মানিকেও ছাড়িয়ে গেছে। ওয়ার্ল্ডওমিটার তাদের তথ্যবিবরণীতে জানিয়েছে, ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ২১৪। অপর দিকে জার্মানিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৩ হাজার ১৭১ জন।
অন্য দিকে ব্রাজিলে করোনায় মৃত্যু হয়েছে ১২ হাজার ৪৬১ জনের এবং জার্মানিতে মারা গেছে ৭ হাজার ৭৩৮ জন।
