মহামারী করোনার তাণ্ডব বিশ্বজুড়ে অব্যাহত রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা ১৭ লাখের ঘরে প্রবেশ করেছে। শুধুমাত্র গত একদিনেই প্রাণহানি ঘটেছে প্রায় ১১ হাজার ভুক্তভোগীর।
অন্যাদিকে এই সময়ের মধ্যে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ছয় লাখের বেশি মানুষ। ফলে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৭ কোটি ৬৬ লাখ অতিক্রম করেছে।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ১২ হাজার ৪১৬ জনের দেহে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৬৬ লাখ ৫ হাজার ১৮৫ জনে। নতুন করে ১০ হাজার ৭৬৬ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ লাখ ৯১ হাজার ১২৩ জনে ঠেকেছে।
এছাড়া, এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থতা লাভ করেছেন ৫ কোটি ৩৭ লাখ ৩৭ হাজার ভুক্তভোগী। গত একদিনেই বেঁচে ফিরেছেন ৪ লাখ ৬৬ হাজার ৫৩৩ জন রোগী।
আক্রান্তের দিক থেকে সবার সামনে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই । দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮০ লাখ ৭৭ হাজার ৭৬৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ২৩ হাজার ৪০১ জনের।