বিশ্ব বাবা দিবসে তাহসানকে শুভেচ্ছা জানিয়েছেন টলিউডের চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি। আজ রোববার এক টুইট বার্তায় এ শুভেচ্ছা জানান সৃজিত।
গতকাল শনিবার মিথিলা টুইটার অ্যাকাউন্টে মেয়ে আইরার সঙ্গে সৃজিতের বেশ কিছু ছবি পোস্ট করে লেখেন, হ্যাপি ফাদারস ডে আইরার আব্বু।
আজ রোববার সকালে সে টুইটটি শেয়ার করে তাহসানকে শুভেচ্ছা জানিয়ে সৃজিত লিখেছেন, ধন্যবাদ আইরার আম্মু। তাহসানকেও বাবা দিবসের শুভেচ্ছা। আমাদেরকে এমন একটি অ্যাঞ্জেল (আইরা) উপহার দেওয়ার জন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই।
তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৯ সালে সৃজিতকে বিয়ে করেন মিথিলা। আর আইরা মিথিলা-তাহসান দম্পতির মেয়ে।