করোনার মধ্যেই শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন। আজ বুধবার বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হয়।
স্বাস্থ্যবিধি মেনে চলবে এবারের অধিবেশন। করোনা পরিস্থিতির কারণে এবার বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের উপস্থিতি সীমিত করা হয়েছে।
কার্যদিবসও করা হয়েছে সীমিত। ১২ কার্যদিবস চলবে এবারের অধিবেশন। বৃহস্পতিবার (১১ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিকেল ৩টায় ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট উত্থাপন করবেন। এবারের বাজেটের আকার হতে পারে ৫ লাখ ৬০ হাজায় কোটি টাকারও বেশি।