নারায়ণগঞ্জের সোনারগাঁ জি.আর. ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র অপূর্ব দাসকে। মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
অপূর্ব রোববার সকালে মোবাইল চার্জ দেওয়া অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আগুন লেগে দগ্ধ হন। জয়রামপুর গ্রামের মিজানুর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন অপূর্ব ও তার মা।
বাড়ির মালিক মিজানুর রহমান জানান, অপূর্ব যখন ঘর থেকে বেরিয়ে আসে তখন তার কানে হেডফোন ও চার্জারের তার জড়ানো ছিল। এসময় তার মুখ ও বুক ঝলসানো ছিল। ঘরে তার মায়ের মাথার চুল আগুনে পোড়া ছিল। আগুনে খাট, তোশক ও আসবাবপত্র পুড়ে গেছে।