বঙ্গবন্ধু রাজনীতির চর্চা পরিষদ আয়োজিত বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ এর হলরুমে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত রোববার বিকাল চারটায় তোপখানা রোড ঢাকা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জহিরুল আলম নিউটনের সভাপতিত্বে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এম,পি। প্রধান অতিথি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ভার্চুয়ালে বক্তব্য দেন। এতে প্রধান আলোচক ছিলেন অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ শাহীন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু রাজনীতির চর্চা পরিষদ।
অন্যদের মধ্যে আলোচনায় বক্তব্য রাখেন নেহরীন মোস্তফা দিশি, সোহান খান, অ্যাডভোকেট গোপাল ঘোষ, মোহাম্মদ আবু সাদাত, ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান নাট্যকার এম এ এইচ মাসুদ, মোঃ রিয়াজুল ইসলাম প্রমুখ। সহ দপ্তর সম্পাদক মোরশেদ আলম উজ্জলের সঞ্চালনায় হলভর্তি দর্শক শ্রোতার উপস্থিতিতে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের প্রেক্ষাপট নিয়ে বিশদ আলোচনা হয়।
সংগঠনটি যুগ্মসাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান বলেন বঙ্গবন্ধু রাজনীতির চর্চা পরিষদের মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শকে মানুষের মাঝে পৌছে দেওয়াই আমাদের সংগঠনের লক্ষ্য।
প্রধান আলোচক অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ শাহীন বলেন বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচার পাঠক বৃদ্ধি ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ নতুন প্রজন্মকে মুখস্থ ও অনুকৃতি শিক্ষনে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বঙ্গবন্ধু রাজনীতির চর্চা পরিষদ।