করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজু আহম্মেদ নামে পুলিশের আরও এক সদস্যের মৃত্যু হয়েছে। রাজধানীর রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ (রোববার) সকালে রাজু মারা যান।
তিনি ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটে পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশের ১৩ জন সদস্য মৃত্যুবরণ করলেন।
পুলিশ সদর দপ্তরের এআইজি (গণমাধ্যম) সোহেল রানা জানান, গত ৩ মে করোনা পজিটিভ হওয়ার পরদিন রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন রাজু। এই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ১০টা ৪০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।
পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজু আহম্মেদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।