নির্বাচন কমিশন কর্তৃক পাবনা-৪ এর শুন্য আসনে তফসিল ঘোষিত হয়েছে। এই আসনে প্রার্থী নির্বাচনে ইতিমধ্যে শুরু হয়েছে বিভিন্ন দলের তোড়জোড়। এরই ধারাবাহিকতায় এবার মনোনয়ন পত্র বিক্রি শুরু করতে যাচ্ছে জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শনিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ রোববার থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০ থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করা হবে। আগামী ৩১ আগস্ট সোমবার বেলা ২টার মধ্যে এই ফরম জমা দিতে হবে। প্রার্থীদেরকে এই সময়ের মধ্যে মনোনয়ন ফরম ক্রয় এবং জমা দেওয়ারও অনুরোধ জানান তিনি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোমবার বিকেল ৫ টা থেকে বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে দলের মনোনয়ন প্রত্যাশীদের স্বাক্ষাতকার অনুষ্ঠিত হবে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে আসন্ন পাবনা-৪ এর উপনির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে জল্পনা-কল্পনার অবসান হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।