করোনার এই পরিস্থিতির মধ্যেই বিদেশি পর্যটকদের জন্য আগামী ৭ জুলাই থেকে খুলে যাচ্ছে দুবাই। এছাড়া যাদের কাছে রেসিডেন্সি ভিসা আছে তারা ২২ জুন থেকে দুবাইয়ে যেতে পারবেন।
দুবাই কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এ ব্যাপারে দুবাই গণমাধ্যম বিভাগ রবিবার বলেছে, দুবাইয়ে আসবেন এমন ব্যক্তিরা সম্প্রতি করোনাভাইরাস টেস্টে নেগেটিভ হয়েছেন তা প্রমাণিত হওয়ার সনদপত্র দেখাতে হবে কিংবা পৌঁছানোর পরপরই তাদেরকে দুবাই বিমানবন্দরে করোনা পরীক্ষা মুখোমুখি হতে হবে।
দেশটির নাগরিকরা আগামী মঙ্গলবার (২৩ জুন) থেকে বিদেশ ভ্রমণেরও অনুমতি পাবেন বলে জানিয়েছে দুবাই গণমাধ্যম।