কবি নজরুল সাহিত্য মঞ্চ এর চেয়ারম্যান অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ শাহীন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তীতে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন। সে সাথে শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে।
এক শুভেচ্ছা বাণীতে কনসাম এর চেয়ারম্যান বলেন,
প্রেমের, বিরহ-বেদনা ও সাম্যের কবি নজরুল বাংলা সাহিত্য, সংগীত, সংস্কৃতির অন্যতম প্রধান পুরুষ। ব্রিটিশবিরোধী আন্দোলনে তার লেখনী ধূমকেতুর মতো আঘাত হেনে ভারতবাসীকে জাগিয়ে তোলে। নজরুল পরিণত হন বিদ্রোহী কবিতে। আবার একই সাথে আল্লাহ ও রাসুল ( সা:) শানে অসাধারন সব সঙ্গীত সৃষ্টি নজরুলকে নিয়ে গেছে অন্য উচ্চতায়।
সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদ, নিপীড়ন, অনাচার, বৈষম্য, শোষণ ও পরাধীনতার বিরুদ্ধে অগ্নিকণ্ঠে সোচ্চার হয়ে কবি লিখে গেছেন অসংখ্য কবিতা, গল্প, উপন্যাস, গান।
অ্যাড মহিউদ্দিন আহমেদ শাহিন বলেন, গানের বুলবুল নজরুল চির প্রেমের কবি। তার প্রেমিক রূপ প্রবাদপ্রতিম। একাধারে তিনি কবি, গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, শিশু সাহিত্যিক, অনুবাদক, প্রাবন্ধিক, সম্পাদক, সাংবাদিক, গীতিকার, সুরকার, স্বরলিপিকার, গীতিনাট্যকার, গীতালেখ্য রচয়িতা, চলচ্চিত্র কাহিনিকার, চলচ্চিত্র পরিচালক, সংগীত পরিচালক, গায়ক, বাদক, সঙ্গীতজ্ঞ ও অভিনেতা।
কবি নজরুল সাহিত্য মঞ্চ এর চেয়ারম্যান বলেন, জাতীয় কবি নজরুল সাম্যের জয়গান রচনায় সোচ্চার ছিলেন। জাকের পার্টি জীবনের সকল ক্ষেত্রে সাম্যের জয়গান রচনায় দৃঢ় অঙ্গীকারাবদ্ধ।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী: কবি নজরুল সাহিত্য মঞ্চ এর চেয়ারম্যানের শুভেচ্ছা
Related Posts
© 2025 CrimeSearchBD. All Rights Reserved. Made with ❤️ by TMS web IT.