অভিনেত্রী ও মডেল রাফিয়াত রশিদ মিথিলা নানা কারণে সংবাদপত্রের শিরোনাম হয়ে আসছেন। সম্প্রতি তার সামাজিক গণমাধ্যমে খোলামেলা ছবি পোস্ট নিয়ে গণমাধ্যমে শিরোনাম হয়েছেন।
তবে এমন ছবি নিয়ে ভক্তদের মধ্যে নানা আলোচনার সূত্রপাত হয়েছে। কেউ তার প্রশংসায় পঞ্চমুখ, কেউ আবার তার সমালোচনাও করেছেন।
তবে এ নিয়ে অভিনেত্রীর কোন ধরণের মাথা ব্যাথা নেই। উল্টো তিনি জানিয়েছেন, এখানে তো ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকব। বাইরেও বের হওয়া হচ্ছে না, তাই এইরকম ছবি মাঝেধ্যেই দেব ভাবছি
এ বিষয়ে মিথিলা জানান, কলকাতা আসার আগে বেশ কয়েকটি ফটোশ্যুট করেছিলেন মিথিলা। বর্তমানে মেয়ে আইরাকে নিয়ে শ্বশুরবাড়িতেই আছেন। বাংলাদেশে বিভিন্ন কাজ তো রয়েছে, এর পাশাপাশি কলকাতাতেও বেশ কিছু কাজের কথা ভাবছেন মিথিলা। এর মধ্যে একটি ওয়েব সিরিজও রয়েছে।