চুয়াডাঙ্গা জেলা পুলিশের সদস্যরা ধান কেটে দিলেন স্থানীয় দরিদ্র কৃষক তানজিলুর রহমানের।
মঙ্গলবার সকাল থেকে জেলা পুলিশের ২০ সদস্য কৃষকের অর্ধবিঘা জমির ধান কেটে দেন। ধানগুলো শুকানো হলে ঝেড়ে দেয়ারও ব্যবস্থা করবে চুয়াডাঙ্গা জেলা পুলিশ।
ওই কৃষকের ধানা কাটায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ্, অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার কনক কুমার দাস, সদর থানা পুলিশের ওসি আবু জিহাদ প্রমুখ।
অতিরিক্তি পুলিশ সুপার আবু তারেক বলেন, দরিদ্র কৃষক অর্থের অভাবে ধান কাটতে পারছেন না বলে বিষয়টি পুলিশ সুপারকে জানায়। কৃষকের ধান আজকে আমরা কেটে দিলাম। করোনাভাইরাসের কারণে জেলা পুলিশ সাধারণ মানুষের পাশে আছে।
