মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রুন ইউনিয়নের মোহাজিরাবাদ এলাকায় একটি লেবু বাগানের প্রায় ২৫০টি ফলযুক্ত লেবু গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে বাগান মালিকের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে।
লেবু বাগান মালিক ইদ্রিস জানান, কে বা কারা রাতে ফলসহ তার বাগানের প্রায় ২৫০টি লেবু গাছ কেটে ফেলে।
ইদ্রিস আরো জানায়,খুব কষ্ট করে চাকরির পেছনে না দৌড়ে পড়াশুনা করেও উদ্যোক্তা হওয়ার জন্য এই বাগানটি নিজ সন্তানের মতো গড়ে তুলেছি কিন্তু দুর্বৃত্তরা এই ক্ষতি করে আমাকে সড়কে বসিয়ে দিলো।
ইদ্রিস জানান, এ বিষয়ে আমি শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। এদিকে ইদ্রিসের বড় ভাই ছাত্রলীগ নেতা আবেদ হোসেন জানান, এমন জঘন্য কাজ কেউ করতে পারে ভাবতে পারছি না।
তিনি জানান, গাছের সাথে শত্রুতা?এটা কীভাবে মেনে নেয়া যায়। ইদ্রিস চাকরির পেছনে না ছুটে দিনরাত পরিশ্রম করে এই লেবু বাগানটি গড়ে তুলেছে। ঠিক মৌসুম সময়টাতেই তার বাগানের এত বড় ক্ষতি করলো দুর্বৃত্তরা। তিনি এই দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি তদন্ত সোহেল রানা জানান, আমরা অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।