খোলা ময়দানে ঈদ-উল ফিতরের নামাজ আদায়ের অনুমতি দিল ইরান। দেশটির মুসল্লিরা খোলা জায়গায় দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করতে পারবেন।
ইরানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ কমিটিরি সেক্রেটারি হোসেইন কাজেমি এ কথা জানান। কাজেমি বলেন, ইরানের সব শহরেই খোলা ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান যে, রমজানের পরেই রেস্টুরেন্ট খুলে দেওয়া হবে। তবে সেক্ষেত্রে সাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলতে হবে।
প্রায় দুই মাস বন্ধ থাকার পর চলতি মাসের শুরুর দিকে বেশ কিছু এলাকায় মসজিদ খুলে দিয়েছে ইরান।
দেশটিতে ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৯৩ হাজার ১৪৭ জন। দেশটিতে বর্তমানে করোনা পজেটিভ রোগীর সংখ্যা ১৮ হাজার ৩০৮। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ২ হাজার ৭১৬ জন।