ঘূর্ণিঝড় আম্ফানের কারণে কলকাতা বিমানবন্দরের রানওয়েতে হাঁটু সমান পানিতে ডুবে আছে বিমানগুলো। এর আগে এমন দৃশ্য কখনও দেখা যায়নি বলে জানিয়েছে স্থনীয়রা।
জানা গেছে, অন্তত ৪২টি বিমান ছিল এ এয়ারপোর্টে। একেকটির ওজন ৪০ টন। ১৩০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগের ধাক্কায় সেগুলো রীতিমত টলমাটাল হয়ে যায়। যদিও সামনের দিকে ও পিছনের দিকে আটকানো ছিল, তা সত্বেও বিমানগুলি যেভাবে দুলছিল তাতে ভয়ই পেয়ে যান এয়ারপোর্টের কর্মীরা।
ধরণা করা হয়েছিল ঝড়ের আঘাত ভিতরে পৌঁছতে পারবে না। কিন্তু কাঁচের জানালা ভেদ করে আম্ফান আঘাত হানে বিমানবন্দরে অভ্যন্তরে।
ঝড়ের প্রস্তুতি হিসেবে আগেই খুলে নেওয়া হয়েছিল বিজ্ঞাপনের বোর্ডগুলো।