সারাদেশে করোনায় নতুন করে আরও ১ হাজার ৬০২ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া ভাইরাসটিতে গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে।
সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
প্রসঙ্গত, শনাক্তকৃত রোগীর সংখ্যা বিবেচনায় বর্তমানে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৩০ তম। দুই শতাধিক দেশ ও অঞ্চলের এ তালিকায় সবার উপরের দিকে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা ১৫ লক্ষাধিক। এছাড়া সেখানে মৃতের সংখ্যা এক লাখ ছুঁইছুঁই।