করোনা শনাক্তের এক সপ্তাহ পার না হতেই মারা গেলেন সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) মাহবুব এলাহী। রোববার রাতে কুমিল্লায় মারা যান তিনি। এ নিয়ে চার ব্যাংকারের মৃত্যু হল এই মহামারীতে।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সোনালী ব্যাংকের লোকাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মনিরুজ্জামান।
মো. মনিরুজ্জামান জানান , কুমিল্লায় নিজ বাড়িতে মারা গেছেন মাহবুব এলাহী। তিনি সোনালী ব্যাংক মতিঝিল শাখার চালান সেকশনের কর্মকর্তা ছিলেন।
জানা যায়, সোনালী ব্যাংকের মতিঝিল কার্যালয়ে কর্মরত ছিলেন মাহবুব এলাহী। করোনার উপসর্গ দেখা দেয়ায় ৭ মে ছুটি নিয়ে কুমিল্লায় নিজ বাড়িতে চলে যান তিনি। ১০ মে পরীক্ষায় তার করোনা পজেটিভ ধরা পড়ে। কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়ে কয়েক দিন চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান। রোববার রাতে তিনি নিজ বাড়িতেই মারা যান।