শনিবার ভারতে একদিনে ১২৭ জন মারা গেছেন। যা এখন পর্যন্ত দেশটিতে একদিনের রেকর্ড সংখ্যক মৃত্যু। এর আগের দিন শুক্রবার ২৪ ঘণ্টায় মারা যান ৯৬ জন।
এছাড়া দেশটিতে করোনায় নতুন করে আক্রান্তের হারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৭৭ জন।
রোববার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ৯৩৯ জন। সুস্থ হয়েছেন ১৯ হাজার ৩৫৮ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ১৯ জনের।
![]() |