সাবেক তারকা ফুটবলার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি বাদল রায় করোনা জয় করেছেন।
শুক্রবার তার করোনা পরীক্ষা করালে ফলাফল নেগেটিভ আসে বলে তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১১ আগস্ট অসুস্থ হয়ে পড়লে বাদল রায়কে ভর্তি করা হয় রাজধানীর আসগর আলী হাসপাতালে। সেদিন তার করোনা পরীক্ষা করলে করোনা পজিটিভ আসে। তবে ডাক্তারের পরামর্শে তিনি বাসায়ই চিকিৎসা নিয়েছেন।