পাকিস্তানের করাচির স্টক এক্সচেঞ্জে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এতে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। হামলা চালিয়েছে একদল জঙ্গি।
২৬/১১ মুম্বই হামলার কায়দায় হামলা চালানো হয়েছে বলে জানা গিয়েছে। ভিতর থেকে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। বাইরে থেকেও চলছে ফায়ারিং। এখন পর্যন্ত চারজন জঙ্গিকে মারা গেছে। আরো কতজন আছে তা স্পষ্ট না।
এই পরিস্থিতিতে বিল্ডিং ফাঁকা করার কাজ চলছে। ভবনটি একটি হাই সিকিউরিটি জোনে অবস্থিত।
গণমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার সকাল ৯ টা নাগাদ সশস্ত্র কিছু লোকজন স্টক এক্সচেঞ্জে হামলা চালায় জঙ্গি। বিল্ডিংয়ের গেটে গ্রেনেড হামলা চালায় তাতেই দু’জনের মৃত্যু হয়। ওই ঘটনায় অনেকে আহত হয়েছেন।