করোনাভাইরাস সংকটের কারণে এবার হচ্ছে না ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাত।
শুক্রবার (১৫ মে) কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. সারোয়ার মুর্শেদ চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ।
বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি পরিপত্রও জারি করে। ওই পরিপত্রে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত এবার ঈদগাহে করা যাবে না বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
উল্লেখ্য, করোনার ঝুঁকি বিবেচনা করে এ বছর ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে ঈদের নামাজের জামাত নিকটস্থ মসজিদে আদায় করার অনুরোধ জানানো হয়েছে।