এবারের ঈদের বিশেষ আয়োজন হিসেবেই প্রচারিত হবে জিয়াউল ফারুক অপূর্ব ও জাকিয়া বারী মম অভিনীত বিশেষ নাটক ‘বৃষ্টি ধারা’। নাটকটি নির্মাণ করেছেন আসাদুজ্জামান আসাদ।
আসাদুজ্জামান আসাদ বলেন, লকডাউন শুরুর আগেই নাটকটির শুটিং করেছিলেন তিনি। আগামী ঈদেই একটি ইউটিউব চ্যানেলে এটি প্রচার হবে এটি। নাটকটিতে অপূর্ব অভিনয় করেছেন রায়হান চরিত্রে। আর মমর চরিত্রের নাম বৃষ্টি।
এ প্রসঙ্গে অপূর্ব বলেন, এর আগেও আসাদের নির্দেশনায় আমি দুটি নাটকে অভিনয় করেছি। নাটক নির্মাণের ক্ষেত্রে তার আন্তরিকতার কোনো কমতি থাকে না। এ নাটকটির ক্ষেত্রেও তাই ছিল।
এদিকে, জাকিয়া বারী মম বলেন, আশা করছি দর্শকের কাছে নাটকটি উপভোগ্য হবে।
