চলমান করোনা পরিস্থিতির মধ্যে ঈদুল ফিতর সামনে রেখে সরকার বিভিন্ন বিপণিবিতান ও দোকানপাট খোলার অনুমতি দিলেও, অনেক ব্যবসায়ী জনস্বার্থে ব্যবসাপ্রতিষ্ঠান না খোলার সিদ্ধান্ত নিয়েছে।
তবে, এর মধ্যেও ঢাকায় বেশ কিছু মার্কেট খোলা থাকছে ঈদ ঘিরে।
রোববার বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছে।
তিনি জানান, ঢাকা নিউ সুপার মার্কেট, ধানমন্ডির রাপা প্লাজা, চকবাজার, পুরান ঢাকার ইসলামপুর মার্কেট, কেরানীগঞ্জ, যাত্রাবাড়ীর আয়েশা মার্কেট এবং নগরীর এলিফ্যান্ট রোড এলাকার দোকানগুলো রোববার থেকে আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
হেলাল উদ্দিন আরও জানান, তবে ঢাকার ব্যস্ত গুলিস্তান মার্কেট, বঙ্গবাজার, শাহবাগের আজিজ সুপার মার্কেট, পুরান পল্টনের পলওয়েল মার্কেট এবং মিরপুর এলাকার মার্কেটসহ রাজধানীর বেশিরভাগ শপিংমল ও মার্কেট ঈদ পর্যন্ত বন্ধ থাকবে।
উল্লেখ্য, এর আগে এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, ঢাকার সবচেয়ে ব্যস্ততম নিউমার্কেট, মৌচাক, আনারকলি মার্কেট কর্তৃপক্ষ তাদের মার্কেট না খোলার সিদ্ধান্ত নেয়।