দর্শকের পছন্দের জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও জাকিয়া বারী মম। এই জুটিকে নিয়ে আসাদুজ্জামান আসাদ নির্মাণ করেছিলেন নাটক ‘বৃষ্টি ধারা’।
এরই মধ্যে নাটকটি প্রচার হবার কথা থাকলেও শেষ পর্যন্ত তা প্রচার হয়নি। পরিচালক জানান আগামী ঈদেই একটি ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার হবে। ‘বৃষ্টি ধারা’ নাটকটিতে অপূর্ব অভিনয় করেছেন রায়হান চরিত্রে, বৃষ্টি চরিত্রে অভিনয় করেছেন মম। এদিকে অপূর্বকে নিয়ে এর আগে আসাদুজ্জামান আসাদ ‘নাটকীয় প্রেম’ ও ‘আফটার ম্যারেজ’ নাটক নির্মাণ করেছিলেন আসাদুজ্জামান আসাদ। অপূর্ব ও মম সর্বশেষ নজরুল ইসলাম রাজুর ‘ঘরে বাইরে’ নাটকে অভিনয় করেছেন। |