আরিফুর রহমান >>
শুক্রবার ০৯ ই মে ২০২৫ ইং বিকাল ০৫:৩০ য় আছর নামাজ পর রাজধানী ঢাকা দক্ষিণ এ বাংলাদেশ জামায়াতে ইসলামী কদমতলী পূর্ব থানা শাখার উদ্যোগে এক পথসভা ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। পথসভা ও মিছিল এর সঞ্চালনায় ছিলেন কদমতলী পূর্ব থানা শাখা সেক্রেটারি ডা. রফিকুল আলম মিয়া।
সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী এর নেতা কর্মীরা দলে দলে আংশগ্রহণ করেন।
আছর নামাজ শেষে সকল মহল্লার মসজিদ থেকে বাহির হওয়া মুসুল্লিগন অনুষ্ঠান স্থলে উপস্থিত হতে থাকেন।
কদমতলী থানায় বসবাসরত জনসাধারনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ছিলো চোখে পরার মতো।
রায়েরবাগ-মেরাজনগর রাস্তায় (পূর্বের সুফিয়া হাসপাতাল) যা বর্তমান ফারিয়া হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার।
রাস্তার পশ্চিম পাশে মোড়ে শত-শত অংশগ্রহণকারী হাতে ব্যানার, প্লে কার্ড ও পোষ্টার নিয়ে মিছিলের প্রস্তুতি নিতে দেখা যায়।
কদমতলী উত্তর থানা শাখার সন্মানিত আমির আব্দুর রহিম জীবন।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন এবং মিছিল শুরু করার আহবান জানান।
মিছিলটি উত্তর মেরাজনগর সুফিয়া হাসপাতাল মোড় থেকে শুরু হয়।
যা মেরাজনগর বাজার এর মূল সড়ক অতিক্রম করে মোহাম্মদবাগ চৌরাস্তা দিয়ে দক্ষিণ কদমতলী পাকার মাথায় অবস্থান নিয়ে সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।
তা ছাড়া ভলেনটিয়ারদের দক্ষতায় অত্যন্ত সু-শৃঙ্খল ভাবে গন জমায়েত ও মিছিল সুন্দর পরিসমাপ্তি হতে দেখা যায়।
মিছিল শেষে সমাপনী বক্তব্য রাখেন কদমতলী মধ্য থানা শাখার আমীর জনাব মোঃ মহিউদ্দীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কদমতলী পূর্ব থানা শাখার সম্মানিত আমির জনাব ইঞ্জিনিয়ার মোঃ জসিম উদ্দীন।
জনসভায় আরো উপস্থিত ছিলেন কদমতলী থানার সকল সূরা ও কর্ম পরিষদ সদস্য আরও ছিলেন স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সকল বক্তাগনের বক্তব্যে যে সকল দাবীর কথা উল্লেখ্য ছিলো তার মধ্যে ছিল অবিলম্বে মজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলাম এর নিঃশর্ত মুক্তি।
ন্যায় ও ইনসাফ এর ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করার জন্য সবার সর্বাত্তক সহযোগীতা কামনা করেন।