করোনায় বিপর্যস্ত লাতিন আমেরিকান দেশ ব্রাজিল। এরই মধ্যে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় ইতালিকে টপকে গেছে দেশটি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় নতুন করে মারা গেছেন ১ হাজার ৪৩৭ জন।
বৃহস্পতিবার ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৩৪ হাজার ২১ জনের। আক্রান্ত ও মৃত্যুর হারে বিশ্বে দ্বিতীয় অবস্থানে চলে এসেছে দেশটি।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩০ হাজার ৯২৫ জন। এ নিয়ে ব্রাজিলে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৬ লাখ ১৫ হাজার ৮৭০ জন।
করোনা নিয়ে প্রথম থেকেই বেপরোয়া আচরণ করে আসছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। আজ অর্থনীতির চাকা সচল রাখার জন্য তার এই সিদ্ধান্তের মাশুল গুনতে হচ্ছে জনগণকে। সূত্র : দ্য হিন্দু