পঞ্চম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রায়ই অনলাইনে ফ্রি ফায়ার নামে একটি গেম খেলত একটি ছেলে। কিন্তু বারবার খেলেও মেয়েটিকে হারাতে পারেনি সে। আর এই রাগ থেকেই প্রতিশোধ নিতে মেয়েটিকে পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করে ১১ বছরের ওই ছেলে। ভারতের মধ্যপ্রদেশের ইন্দৌরের লাসুদিয়া এলাকায় ঘটেছে এই ঘটনা।
ভারতের সং!বাদমাধ্যম এবিপি আনন্দের খবরে বলা হয়েছে, ১০ বছরের ওই ছাত্রী বিকেলে ফুল তোলার জন্য বাড়ির বাইরে গেলে আর ফিরে আসেনি। এরপর বাড়ির লোক খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির কাছেই তার মৃতদেহ পাওয়া যায়। পাথর দিয়ে তার মাথা থেঁতলে বীভৎসভাবে খুন করা হয়।
এ ঘটনার পর সিসিটিভি ফুটেজ দেখে খুনি ছেলেটিকে শনাক্ত করে পুলিশ। পরে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, ছেলেটি নিহত মেয়েটির সঙ্গে অনলাইনে ফ্রি ফায়ার গেম খেলে বারবার হেরে যেত। আর এই রাগ থেকেই প্রতিশোধ নিতে মেয়েটিকে খুন করে সে।